বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা কেমন থাকবে আবহাওয়া ?

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টা কেমন থাকবে আবহাওয়া ?

weather report cover



উওর-পশ্চিম বঙ্গোপসাগর ও সন্নিহিত উড়িষ্যা উপকূলের কাছাকাছি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী ৭২ ঘন্টায় এই নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে- আগামী ৮ ই আগস্ট থেকে ১১ ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সৃষ্ট নিম্নচাপ এর প্রভাবে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।




উপকূলবর্তী জেলাগুলিতে, বিশেষত , দুই ২৪ পরগনা , দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


সেই সাথে নিম্নচাপের কারনে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এদিকে আগামী ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।




আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৭২ ঘন্টায় উওরবঙ্গের জেলাগুলিতে মূলতঃ হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে এছাড়াও বিক্ষিপ্তভাবে সাময়িক ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে । বিশেষত তরাই ও পার্বত্য অঞ্চলে তুলনামূলক মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ