Udayan Guha: মুখ‍্যমন্ত্রী ভরসা করেছেন, সব চ‍্যালেঞ্জের মোকাবিলা করবো: উদয়ন গুহ


Udyan guha



মমতার মন্ত্রীসভায় জায়গা পেল উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ। আজ বিকেলে মমতা মন্ত্রীসভার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন উদয়ন গুহ। আর তারপরেই দিনহাটা শহর জুড়ে উদয়ন গুহের (Udayan Guha) কর্মী সমর্থক অনুগামীদের মধ‍্যে খুশির হাওয়া।




এদিকে এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়ে উদয়ন গুহ (Udayan Guha) বলেন, মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। এই আস্থার পূর্ণ মর্যাদা দেব। কাজ করার চেষ্টা করি। গ্রামে গঞ্জে ঘুরি। এসব দেখে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে আমাকে দিয়ে কাজ হতে পারে। কার সুপারিশে মন্ত্রী হয়েছি জানি না। তবে আমাকে মুখ্যমন্ত্রীই মন্ত্রিত্ব দিয়েছেন। কোন দফতর পাব জানি না। তবে যে দফতরই পাই সব চ্যালেঞ্জের মোকাবিলা করব।




শপথগ্রহণে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)।




রাজ্য মন্ত্রিসভায় নতুন ৮ মন্ত্রী, কে, কোন দফতর পাবেন, সিদ্ধান্ত শীঘ্রই। নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী (মুখ্যমন্ত্রী-সহ) হতে পারেন। সেই সংখ্যাটা পুরো হয়ে গেল। এতদিন ৪৩ ছিল। চারজন মন্ত্রী বাদ পড়ছেন। নয়া মন্ত্রীদের দফতর বণ্টন হবে।