Twin Towers Demolition : সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলা হচ্ছে


noida Twin Towers photo



নয়ডায় ৪০ তলার গগনচুম্বী টুইন টাওয়ার (Twin Towers Demolition) গুঁড়িয়ে দিতে সময় লাগবে মাত্র ৯ সেকেন্ড। ২৮ অগস্ট দুপুর আড়াইটের সময় রাজধানীর উপকণ্ঠে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই যমজ বহুতল।


সুপ্রিম কোর্টের নির্দেশে নয়ডার ‘সুপারটেক টুইন টাওয়ার’ (Twin Towers Demolition) ভেঙে ফেলা হচ্ছে। এই জোড়া বহুতলের একটির নাম অ্যাপেক্স। উচ্চতা ১০০ মিটার। অন্যটির নাম সিয়ানে। তার উচ্চতা ৯৭ মিটার। এই যমজ টাওয়ার কুতুব মিনারের চেয়েও লম্বা। বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ ব্যবহার করে এই দুই বহুতল ভাঙা হবে বলে জানা গিয়েছে।


নয়ডার সেক্টর ৯৩এ-তে এখন জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুম্বই এবং দক্ষিণ আফ্রিকার দু’টি সংস্থা যৌথ ভাবে ওই টাওয়ার (Twin Towers Demolition) দু’টি ভেঙে ফেলার কাজ করবে। এই দু’টি বহুতলে সব মিলিয়ে মোট ৯০০টি ফ্ল্যাট ছিল। মোট সাড়ে সাত লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে রয়েছে এই টুইন টাওয়ার।


প্রায় পাঁচ হাজার পরিবার টাওয়ার সংলগ্ন এলাকায় বাস করে। নির্দিষ্ট দিনে তাদের সকাল ৭টার মধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হবে। বিকেল ৪টের পর আবার তাদের ফিরিয়ে আনা হবে।