Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: অনুব্রত কন‍্যা সুকন‍্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত‍্যাহার আদালতের

Breaking: অনুব্রত কন‍্যা সুকন‍্যা সহ ৬ জনের হাজিরার নির্দেশ প্রত‍্যাহার আদালতের



High Court, Primary Education
Calcutta High Court



আদালতে বড় স্বস্তি পেল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন‍্যা। আদালতে হাজিরার নির্দেশ প্রত‍্যাহার করলো আদালত। শুধু অনুব্রতের মেয়ে নয় অন‍্য পাঁচ জনের হাজিরার নির্দেশকেও প্রত‍্যাহার করা হয়েছে।




পাশাপাশি টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট পাস না করে স্কুলে চাকরির অভিযোগ উঠেছিল সুকন্যাসহ অনুব্রতের পাঁচ ঘনিষ্ঠের বিরুদ্ধে। অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়, এদিন তা জানিয়ে দিয়েছে হাইকোর্ট।




অনুব্রত কন‍্যা সুকন‍্যার নিয়োগছর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা হয়। সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায় সুকন‍্যাসহ ছয়জনকে টেট সার্টিফিকেট পেশ করার পাশাপাশি স্বশরীরে হাজিরার নির্দেশ দেন। কিন্তু আজ তা প্রত‍্যাহার করে নিলেন বিচারপতি।




জানা যাচ্ছে, প্রাথমিকের যে মূল দু’টি মামলা রয়েছে, তাতেই অতিরিক্ত হলফ নামা জমা পড়ে সুকন্যা এবং ওই পাঁচজনের বিরুদ্ধে। ওই অতিরিক্ত হলফনামা খতিয়ে দেখেছেন বিচারপতি। পুরনো মামলা এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে, তাতে নতুন হলফনামা গ্রহণযোগ্য নয় বলে মনে করে আদালত এটি গ্রহন করেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code