পরিবারের ওপর হামলা,নিরাপত্তা চেয়ে থানার দারস্থ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী

পরিবারের ওপর হামলা,নিরাপত্তা চেয়ে থানার দারস্থ শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরী

Mla Chandana Bauri



শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর স্বামী, সন্তান ও শ্বশুরকে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাত্রে মনসা পুজো উপলক্ষে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের কেলাই গ্রামের এক মন্দিরে পুজো দিতে আসার সময় তৃণমূলের বেশকিছু কর্মী তাদের ওপর চড়াও হয় ।এবং তখন তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন চন্দনা বাউরীর স্বামী শ্রাবণ বাউরী, তখন তারা বিধায়কের পরিবারের সদস্যদের মারাধর করে এবং পরে তারা বাড়িতে এসেও হুমকি দেয় বলে অভিযোগ। ওই সময় গঙ্গাজলঘাটি থানায় ফোন করেন বিধায়ক চন্দনা বাউরী, থানা থেকে তিনজন সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয়।



তার পরিবারের সদস্যদের হেনস্থা এবং পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার গঙ্গাজলঘাটী থানার দারাস্থ হন চন্দনা বাউরী।এবং তিনি সেখানে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।




একাধিকবার চন্দনা বাউরী এবং তার পরিবারকে হুমকি দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেও অভিযোগ করেছেন তিনি।




এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূলের তরফে নিমাই মাজী বলেন, বিধায়ক হিসেবে তিনি কাজ করেন না তাই তার গ্রামের মানুষ তাকে গালিগালাজ করেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ