Latest News

6/recent/ticker-posts

Ad Code

Partha Chaterjee: ‘কেউ ছাড় পাবেন না’ চাঞ্চল্যকর মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

‘কেউ ছাড় পাবেন না’ চাঞ্চল্যকর মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের



partha



১৪ দিন জেল হেফাজতের পর, বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। মন্ত্রীর জামিনের আবেদন জানানো হয় এদিন। পার্থের আইনজীবী অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন জানান। যদিও রায়দান স্থগিত রেখেছে আদালত। এজলাস থেকে বেরনোর সময় 'ভবিষ্যৎদ্বাণী' করলেন পার্থ, তাঁর কথায়, 'কেউ ছাড় পাবে না, সঠিক সময়ে সব প্রমাণ হবে'!




আদালতে সওয়ালে পার্থের আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ‍্যায় অসুস্থ , তাঁর চিকিৎসার প্রয়োজন। তাঁর অক্সিজেন, নেবুলাইজার প্রয়োজন। দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। 



পার্থের আইনজীবী আরও বলেন, হিমোগ্লোবিন কম রয়েছে, ক্রিয়েটিনিনের পরিমাণও বেড়েছে। পা ফুলেছে, পায়ে ব্যথা, হাঁটাচলার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।  



তিনি আরো বলেন, পার্থর থেকে এখনও পর্যন্ত ইডি কিছুই পায়নি। তাঁর প্রশ্ন, '' পার্থ যদি এতই গুরুত্ব পূর্ণ হন, তাহলে ১৪ দিনের হেফাজতে তাঁকে একদিন মাত্র জেরা করা হল কেন?'' 


অবশেষে আদালত রায়দান স্থগিত রাখে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code