Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sonali Phogat: চলে গেলেন বিজেপির তারকা নেত্রী সোনালি ফোগত

Sonali Phogat: প্রয়াত সোনালি ফোগত

Sonali



চলে গেলেন বিজেপির তারকা নেত্রী সোনালি ফোগত। 22 আগস্ট রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনালি ফোগত। তিনি গোয়ায় হৃদরোগে আক্রান্ত হন। সোনালি তার কয়েকজন কর্মীকে নিয়ে গোয়া গিয়েছিলেন। তার শেষকৃত্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিনোদন জগতের অনেক সেলিব্রিটি তার ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।




শুধু বিজেপি নেত্রীই নয় তিনি একজন অভিনেত্রী। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর বহু অনুরাগী সোশ্যাল মিডিয়ায়। তিনি খ্যাতিসম্পন্ন টিকটক তারকা ছিলেন । সোনালি ফোগত BJP-র হয়ে লোকসভা ভোটেও লড়েছিলেন। তিনি আদমপুর কেন্দ্র থেকে ব্যালটির লড়াইতে নাম লেখান। কিন্তু জনমত সঙ্গে ছিল না। ভোটে হারেন তিনি। এরপর আস্তে আস্তে রাজনৈতিক কেরিয়ার তৈরিতে মন দেন সোনালি ফোগত। 


তিনি টিভি রিয়্যালিটি শো  Bigg Boss 14-এ অংশ নিয়েছিলেন । মৃত‍্যুর কিছুক্ষন আগেও টুইটারের ডিপি পাল্টেছেন তিনি। সূত্রের খবর, সোনালি ফোগতের মরদেহের ময়না তদন্ত করা হবে। মেয়েকে শেষ দেখা দেখতে গ্রাম থেকে ছুটে আসছেন তাঁর বাবা-মা। সূত্র মারফত জানা গিয়েছে, শুটিংয়ের জন্য দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন অভিনেত্রী। ২০১৬ সালে, তার স্বামী সঞ্জয় ফোগতকে একটি খামারবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code