Latest News

6/recent/ticker-posts

Ad Code

PM Modi : 5G পরিষেবা চালুর আগে বড় ঘোষনা প্রধানমন্ত্রী মোদীর

6G in India: এই দশকের শেষেই মিলবে 6G, ঘোষনা প্রধানমন্ত্রীর



Prime Minister
Narendra Modi



সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে চালু হতে চলেছে 5G পরিষেবা। আর এখন সেই 5G পরিষেবা নিয়ে চলছে জোর চর্চা। কেমন হবে খরচ? কেমন হবে পরিষেবা? ইত‍্যাদি নিয়ে যখন জোর চর্চা তখন বড় ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




স্মার্ট ইন্ডিয়া হ্যাকথনের ফাইনালের অনুষ্ঠানে হাজির হয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলে দেন, “আমরা ৬জি নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি যাতে চলতি দশকের শেষেই পরিষেবা চালু করা যায়। গেমিং এবং বিনোদনে আলাদা করে উৎসাহ দেবে কেন্দ্র।”




কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন, আগামী ১২ অক্টোবর থেকে কলকাতা-সহ দেশের অন্তত ১৩টি শহরে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code