Latest News

6/recent/ticker-posts

Ad Code

Partha Chaterjee: অসুস্থ পার্থ, আনা হয় SSKM-এ

Partha Chaterjee: অসুস্থ পার্থ, আনা হয় SSKM-এ


partha



শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় অসুস্থ। নিয়ে আসা হল SSKM- এ। SSKM- এ ঢোকার সময় জানালেন 'শরীর ভালো নেই'। এদিন প্রেসিডেন্সি জেল থেকে SSKM- এ আনা হয় পার্থকে।




জেল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে, কমে গিয়েছে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা। পায়ে প্রচণ্ড ব্যথা। অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়কে পুলিশের গাড়িতে করে তিনটি গাড়ির কনভয় করে তারপর নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় হাসপাতাল চত্বর।



নানাবিধ পরীক্ষা নিরিক্ষা করা হয় তাঁর। এরপর, ভর্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ফের কনভয়ে করে তাঁকে ফেরানো হয় প্রেসিডেন্সি জেলে।



বর্তমান ইডির হেফাজতে রয়েছেন পার্থ। ফলে মাঝে মাঝেই জোকা ইএসআই-এ শারিরীক পরীক্ষা নিরিক্ষার জন‍্য নিয়ে যাওয়া হয় তাঁকে। গতদিন তাঁর মুখে শোনা গিয়েছে ষড়যন্ত্রের অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code