Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mandal: জামিনের আবেদন খারিজ, ফের CBI হেফাজত অনুব্রতের

Anubrata Mandal: জামিনের আবেদন খারিজ, ফের CBI হেফাজত অনুব্রতের 



Anubrata Mandal



আজ ফের আদালতে তোলা হয় গরুপাচারকাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হেফাজত শেষে আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হলে অনুব্রতের আইনজীবী জামিনের আবেদন করলে তা খারিজ করে আদালত আগামী ২৪শে আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।



এদিন আদালতে তদন্তে অসহযোগিতার কথা বলে ফের ৪ দিনের হেফাজত চায় সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, সীমান্তে আটক করা গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। পাচারে সাহায্য করার জন্যও টাকা নিতেন অনুব্রত।



কীভাবে অসহযোগিতা করছে অনুব্রত সে ব‍্যাপারে সিবিআই আইনজীবী জানান, একাধিকবার ডাকা হলেও হাজিরা দেননি তিনি। পাশাপাশি হেফাজতে থাকলেও মুখ খুলছেন না অনুব্রত। তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন‍্যাও।



সিবিআইয়ের আরো দাবি বহু বেনামি সম্পত্তি রয়েছে অনুব্রতের। অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code