Latest News

6/recent/ticker-posts

Ad Code

Block/Town President: কোচবিহার জেলার টাউন ও ব্লকের সভাপতি রদবদল তৃণমূলের

কোচবিহার জেলার টাউন ও ব্লকের নতুন সভাপতি ঘোষনা তৃণমূলের


TMC



কোচবিহার জেলার টাউন ও ব্লকের নতুন জেলা সভাপতি রদবদল করলো তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের তরফে দিনহাটা 1(A), দিনহাটা 1(B), দিনহাটা শহর, দিনহাটা ২, তুফানগঞ্জ টাউন, তুফানগঞ্জ 1, 2, কোচবিহার টাউন, কোচবিহার 1,2, সিতাইয়ের নয়া সভাপতিদের নাম জানালো তৃণমূল।




দিনহাটা শহরের তৃণমূল সভাপতি হলেন বিষু ধর, দিনহাটা 1(B) সভাপতি হলেন অনন্ত বর্মন, দিনহাটা 1(A) এর সভাপতি করা হলো শুধাংশচন্দ্র রায়কে। অন‍্যদিকে দিনহাটা ২নং ব্লক তৃণমূলের সভাপতি হলেন দীপক ভট্টাচার্ম। এদিন তৃণমূলের প্রকাশিত তালিকায় প্রতিটি টাউন ও ব্লকে মাদার, ইউথ, আইএনটিটিইউসি, ও মহিলা এই চার বিভাগে বিভক্ত করে সভাপতিদের নাম ঘোষনা করে তৃণমূল।



দেখুন তালিকা:
Coochbehar tmc


Tmc


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code