IRCTC Next Generation eTicketing System

eTicketing System



ভারতীয় রেল ক্রমেই ডিজিটাল হচ্ছে। টিকিট কাউন্টারগুলি যেমন রয়েছে, তেমনই ক্রমেই IRCTC থেকে টিকিট বুকিংয়ের সংখ্যাও বাড়ছে। বর্তমানে যেহেতু প্রতি মিনিটে 20,000-এর বেশি টিকিট অনলাইনে বুকিং হয়, তাই এক মিনিটের দেরি হলেই কনফার্ম টিকিট ওয়েটিং লিস্টে চলে যেতে পারে।




টিকিট বুক করতে Next Generation E-Ticketing (NGET) সিস্টেমের ব্যবহার করে ভারতীয় রেল। এই সিস্টেমও প্রতিনিয়ত আপডেট হয়। একটি তথ্য জানাচ্ছে, 2016-17 সালে প্রতি মিনিটে 15,000 টি টিকিট বুক হয়েছে, 2017-18 সালে প্রতি মিনিটে বুক হয়েছে 18,000 টিকিট, 2018-19 সালে প্রতি মিনিটে টিকিট বুক হয়েছে গড়ে 20,000টি।




IRCTC ওয়েবসাইট থেকে বর্তমানে প্রতি মিনিটে 25,000 টিকিট কাটা যেতে পারে। যদি রেকর্ডের কথা ধরা হয়, সেক্ষেত্রে 2020 সালের 5 মার্চ অনলাইনে এক মিনিটে সব থেকে বেশি পরিমাণে টিকিট বুক করা হয়েছিল। এমনকি এক মিনিটে এর বেশি টিকিট বুকিং রেলের ইতিহাসে আগে কখনও হয়নি।