Latest News

6/recent/ticker-posts

Ad Code

E-Ticketing : কনফার্ম টিকিট ওয়েটিং লিস্টে চলে যেতে পারে ! জানুন বিস্তারিত

IRCTC Next Generation eTicketing System

eTicketing System



ভারতীয় রেল ক্রমেই ডিজিটাল হচ্ছে। টিকিট কাউন্টারগুলি যেমন রয়েছে, তেমনই ক্রমেই IRCTC থেকে টিকিট বুকিংয়ের সংখ্যাও বাড়ছে। বর্তমানে যেহেতু প্রতি মিনিটে 20,000-এর বেশি টিকিট অনলাইনে বুকিং হয়, তাই এক মিনিটের দেরি হলেই কনফার্ম টিকিট ওয়েটিং লিস্টে চলে যেতে পারে।




টিকিট বুক করতে Next Generation E-Ticketing (NGET) সিস্টেমের ব্যবহার করে ভারতীয় রেল। এই সিস্টেমও প্রতিনিয়ত আপডেট হয়। একটি তথ্য জানাচ্ছে, 2016-17 সালে প্রতি মিনিটে 15,000 টি টিকিট বুক হয়েছে, 2017-18 সালে প্রতি মিনিটে বুক হয়েছে 18,000 টিকিট, 2018-19 সালে প্রতি মিনিটে টিকিট বুক হয়েছে গড়ে 20,000টি।




IRCTC ওয়েবসাইট থেকে বর্তমানে প্রতি মিনিটে 25,000 টিকিট কাটা যেতে পারে। যদি রেকর্ডের কথা ধরা হয়, সেক্ষেত্রে 2020 সালের 5 মার্চ অনলাইনে এক মিনিটে সব থেকে বেশি পরিমাণে টিকিট বুক করা হয়েছিল। এমনকি এক মিনিটে এর বেশি টিকিট বুকিং রেলের ইতিহাসে আগে কখনও হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code