Latest News

6/recent/ticker-posts

Ad Code

75th Year of Independence Day of India : স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা বিতরণ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা বিতরণ


people with indian flag




সামনেই দেশের স্বাধীনতা ৭৫ বৎসর পূর্তি অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের জনসাধারণের কাছে আবেদন রেখেছেন দেশের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা (har ghar tiranga) উত্তোলন করতে হবে।

কিন্তু ইচ্ছে থাকলেও অনেকের আর্থিক উপায় নেই। সংসারের জন্য চাল ডাল কিনবে,নাকি জাতীয় পতাকা কিনবেন ? দুঃস্থ মানুষদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে এলো গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা।


people with indian flag


আজ সংস্থার পক্ষ থেকে শতাধিক দুঃস্থ মানুষ কে বিনামূল্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে এবং জাতীয় পতাকার ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়েছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে SSB পাঙ্গা-র হাতে 100 জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকায় বিতরণ করার জন্য।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,আজ আমরা এই কর্মসূচি পালন করতে পেরে নিজেরা গর্বিত। আমাদের এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code