Asia Cup 2022 Ind vs Pak: এশিয়া কাপে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

Asia Cup 2022 Ind vs Pak


গতকাল অর্থাৎ শনিবার শুরু হয়েছে এশিয়া কাপের (Asia Cup 2022) অভিযান। এ বারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও, দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক অরাজকতার জেরে তা সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়েছে। যদিও আয়োজক দেশের স্বত্ব শ্রীলঙ্কার হাতেই রয়েছে। আজ এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।  



ভারতীয় দল এশিয়া কাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন তো বটেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। নিজেদের অষ্টম এশিয়া কাপ খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। তবে ভারতকে পাকিস্তান খেতাবের জন্য কড়া চ্যালেঞ্জ জানাবে বলেই মনে করা হচ্ছে। সবকিছু পরিকল্পনামতো চললে এই দুই দলই ফাইনালে পৌঁছনোর সেরা বাজি।



কখন এবং কোথায় ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ 2022 ম্যাচ অনুষ্ঠিত হবে?

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ 2022 ম্যাচটি 28 আগস্ট, রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ 2022 ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে?

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ 2022 ম্যাচটি IST সন্ধ্যা 07:30 PM থেকে শুরু হবে।


কিভাবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ 2022 ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার দেখবেন?

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ 2022 ম্যাচ ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলগুলি টেলিভিশনে সম্প্রচার করবে।


কিভাবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ 2022 ম্যাচ ভারতে লাইভ স্ট্রিমিং দেখবেন?

ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ 2022 ম্যাচের লাইভ স্ট্রিমিং ভারতে Disney+Hotstar অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।