আরও এক দুর্নীতি ! এবার কল্যাণীর AIIMS নিয়োগ নিয়ে BJP MLA-র মেয়েকে জিজ্ঞাসাবাদে CID
বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে ঝড় থামেনি। এরই মাঝে সোমবার সিআইডির (CID) একটি দল দ্বিতীয়বার বাঁকুড়ায় পৌঁছে বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করেছে। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে তার মেয়ে মৈত্রী দানাকে নদিয়া জেলার কল্যাণীর AIIMS-এ বেআইনিভাবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষক কেলেঙ্কারির পর রাজ্য সরকার কোণঠাসা হয়েছে। এমন পরিস্থিতিতে সিআইডি যেভাবে তৎপরতা দেখাচ্ছে, তাতে বাংলায় আরও একটি কেলেঙ্কারি খুলতে পারে বলে জল্পনা চলছে।
উল্লেখ্য, দুই বিজেপি সাংসদ, বিধায়ক সহ মোট আটজনের বিরুদ্ধে এইমস-এ বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কল্যাণী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই নিয়োগ মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়ি ও তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি।
বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তার মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমস-এ চাকরি দেওয়ার জন্য তার ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার সিআইডির চার আধিকারিক বিধায়কের বাড়িতে পৌঁছান। এর আগে ১৫ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযুক্তদের তালিকায় রয়েছেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং আটজন বিজেপি নেতা। এর মধ্যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এবং চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসুইয়া ঘোষ বর্তমানে এইমস-এ কর্মরত।
সুভাষ সরকার অবশ্য বলেছেন, কেউ যদি প্রমাণ করে যে তিনি কাউকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊