School: ২২০ জন ছাত্রী, শিক্ষিকা মাত্র ১ জন ! 

School


বিদ‍্যালয়ে শিক্ষিকার অভাব, আন্দোলনে পড়ুয়ারা। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানীমারী গার্লস হাই স্কুলে শিক্ষিকার অভাবসহ একাধিক বিষয়কে কেন্দ্র করে স্কুলেই বিক্ষোভ ছাত্রীদের। জানা যাচ্ছে, ২২০ কুড়ি জন ছাত্রী পড়ে এই স্কুলে অথচ শিক্ষিকা মাত্র ১ জন। ডেভেলপমেন্ট ফান্ড থেকে দুজনকে নিয়ে মোট তিনজন মিলেই চলে পঠন পঠান। 




এক ছাত্রী জানায়, বিদ‍্যালয়ে ক্লাস করানোর মতো পর্যাপ্ত শিক্ষিকা নেই পাশাপাশি একটি ক্লাসে রাখা হয়েছে কম্পিউটার। ফলে সেই ক্লাসের সকল ছাত্রীদের ক্লাস করানোর মতো জায়গা না থাকায় দেওয়া হয়েছে ছুটি। এই পরিস্থিতিতে নিজেদের শিক্ষা সঠিক ভাবে পেতে আন্দোলনে নেমেছে স্বয়ং পড়ুয়ারাই। এই ঘটনায় ব‍্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 



স্কুলের প্রধান শিক্ষিকা স্বরস্বতী সরকার জানান, স্কুলে মাত্র একজন শিক্ষিকা আর দুজন স্বেচ্ছাসেবক মিলেই চলছে স্কুল। পড়ুয়া ২২০ জন। তিনজন মিলেই চলে পঠন-পাঠন। পাশাপাশি তিনি আরো জানান আইসিটি-এর জন‍্য ঐ একটা ঘর দেওয়া হয়েছে যেখানে কম্পিউটার রাখা হয়েছে। ফলে সপ্তম শ্রেণির ক্লাস করার মতো জায়গা নেই। 

বিদ‍্যালয়ে শিক্ষিকার অভাব আন্দোলনে ছাত্রীরা, ২২০ জন ছাত্রী শিক্ষিকা ১ জন #Dinhata #gosanimari

Posted by Sangbad Ekalavya on Tuesday, August 2, 2022