স্কুল শিক্ষকের টিউশন বন্ধের দাবিতে প্রধান শিক্ষককে স্মারকলিপি গৃহ শিক্ষক কল্যাণ সমিতির
স্কুল শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা এদিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ডাউকিমারী হাই স্কুলের প্রধান শিক্ষককে স্মারকলিপি প্রধান।
ধূপগুড়ির ডাউকিমারী স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গের গৃহশিক্ষক কল্যান সমিতির সদস্যরা। অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও দেদার ভাবে চলছে স্কুল শিক্ষকদের বিরুদ্ধে। এক শ্রেণীর অসাধু এবং অর্থলোভী শিক্ষক প্রাইভেট টিউশনির ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গের গৃহশিক্ষক কল্যান সমিতির সদস্যরা।
এমনই অভিযোগ উঠে ডাউকিমার স্কুলের বেশ কয়েকজন শিক্ষক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টিউশন পড়িয়ে যাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ডাউকিমারী স্কুলের প্রধান শিক্ষকের ভুমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন এবং ২০১৮র নির্দেশিকা ২৭ শে জুন প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে কোন সরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক গৃহ শিক্ষকতায় যুক্ত থাকতে পারেন না কিন্তু দেখা যাচ্ছে ডাউকিমারী ডিএন উচ্চ বিদ্যালয় এর দুজন শিক্ষক ব্যাপক আকারে গৃহ শিক্ষকতা করিয়ে যাচ্ছেন।
প্রশ্ন উঠছে, সরকারিভাবে নির্দেশিকা থাকা সত্ত্বেও কেমন করে এক শ্রেণীর অসাধু শিক্ষাবিক্রেতা শিক্ষক টিউশন পড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে গৃহশিক্ষকদের দাবি, শিক্ষকে সমাজের মেরুদন্ড ভাঙা হয় কিন্তু কেমন করে এক শ্রেণীর শিক্ষক টাকা দিয়ে শিক্ষা বিক্রি করে চলছে। তাাদের জন্য সমস্ত শিক্ষককুলের বদনাম হচ্ছে। অবিলম্বে তারা প্রাইভেট টিউশন বন্ধ না করলে গৃহশিক্ষকরা বড়সড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊