দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩২'তম তিরোধান দিবস পালন দিনহাটায়


ishwar chandra vidyasagar statue



দিনহাটা : শুক্রবার সকালে দিনহাটা মদনমোহন পাড়া এলাকায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (ishwar chandra vidyasagar) মূর্তির পাদদেশে তার ১৩২'তম তিরোধান দিবস পালিত হল।


দিনহাটা বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটির উদ্যোগে এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (ishwar chandra vidyasagar) মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য অর্পনের মাধ্যমে এই দিনটি পালিত হয়।


উপস্থিত ছিলেন বিদ্যাসাগর দ্বিশততম জন্মোৎসব কমিটির সভাপতি তথা প্রাক্তন অধ্যাপক অসিত কুমার চক্রবর্তী, সম্পাদক তথা পেটলা নবিবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় কুমার ভট্টাচার্য, অধ্যাপক ড: জয়দীপ সরকার, শিক্ষক জয়ন্ত চক্রবর্তী, শঙ্খনাথ আচার্য, জটেস্বর লীলাবতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক নারায়ন চন্দ্র বসুনিয়া, বিশিষ্ঠ সমাজসেবী আজিজুল হক সহ অন্যান্য বিশিষ্ঠ জনেরা।


এদিন এই তিরোধান দিবস অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (ishwar chandra vidyasagar) তিরোধান দিবসের তাৎপর্য ও তার জীবনী আলোচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।