শিক্ষক সঙ্কটে রাজ্য ! সঙ্কট মেটাতে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে হাইস্কুলে !
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একের পর এক মামলা চলছে আদালতে। তারমধ্যে দুর্নীতির অভিযোগে বরখাস্তও হচ্ছেন অনেক শিক্ষক। এমন পরিস্থিতিতে উৎসশ্রী প্রকল্পে গ্রামের স্কুল গুলিতে শিক্ষক সঙ্কট আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের একাধিক অভিযোগে আজ বাঘমুন্ডিতে ধর্মঘট পালিত হয় স্বতস্ফূর্ত ভাবে। আর এমন পরিস্থিতিতে সামাল দিতে প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) নিয়োগ করা হচ্ছে হাইস্কুলে, এমনই গুরুতর অভিযোগ পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর।
ঘটনায় প্রকাশ বাঘমুন্ডি ব্লকের ৬ টি স্কুলে ১০ জন শিক্ষক নিয়োগ করা হয় বলে জানায় পুরুলিয়া জেলা প্রশাসন। এর মধ্যেই সোমবার পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো একটি ফেসবুক পোস্ট করে তিনি ওই ১০ জন শিক্ষকের উদ্দেশ্যে আবেদন জানান যে, "বাঘমুন্ডিতে, যে ১০ জন শিক্ষক - শিক্ষিকা (Primary Teachers) সাময়িক নিয়োগের কথা বলা হচ্ছে, সেই শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, নিয়োগপত্র হাতে না পেলে,কাজে যোগ দেবেন না। পরবর্তীকালে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে।"
তিনি আরও বলেছেন, "প্রাথমিক বিদ্যালয়ের (Primary Teachers) শিক্ষকদের কীভাবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য নিয়োগ করা হয়? এর নির্দেশিকা জারি করুক প্রশাসন আমরাও এটা দেখতে চাই।"
যদিও প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বলা হয়েছে "প্রাথমিক বিদ্যালয়ের (Primary Teachers) সহকারী শিক্ষক হলেও তাঁদের ভালো যোগ্যতা রয়েছে এবং তাদের তো বদলি করা হয়নি ডেপুটেশনের ভিত্তিতে দেওয়া হয়েছে। এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক ভালো বলতে পারবেন৷"
তবে প্রাথমিক স্কুলের শিক্ষক (Primary Teachers) কীভাবে হাইস্কুলে পড়াতে পারেন সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊