বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ ! বোমাবাজির ঘটনায় ভেস্তে গেল বিজেপির কর্মীসভা-এলাকায় চাঞ্চল্য


chair broken




সোমবার দুপুর ১২ টা নাগাদ কিসামত দশ গ্রাম পঞ্চায়েতে রানিহাট বাজার সংলগ্ন এলাকায় বিজেপি 26 নম্বর মণ্ডলের কর্মীসভার আয়োজন করা হয়েছিলো । আর এই কর্মীসভা কে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। উভয় দলের সংঘর্ষে ভাঙচুর করা হয় বিজেপির কর্মীসভার চেয়ার টেবিল- এমনি অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পাশাপাশি বোমাবাজিও করা হয় এবং বিজেপি 26 নম্বর মন্ডল সভাপতি কমল বর্মনের বাইকেও ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা- এমনটাই অভিযোগ বিজেপির।

ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কিসামত দশগ্রাম পঞ্চায়েতের রানীরহাট বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।

বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস, সাথে উপস্থিত ছিলেন বিজেপির দিনহাটার শহর মন্ডল সভাপতি অজয় রায়, বিজেপি নেতা জয় ঘোষ ছাড়াও অন্যান্যরা।




বিরাজ বোস বলেন- "মুখে কালো কাপড় বেঁধে আসায় কাউকে চেনা যায়নি, তবে তৃণমূলের পতাকা নিয়ে এসেছিলো। তৃণমূলের হার্মাদরা বিজেপির সভা ভন্ডুল করতে হামলা চালায়, আমাদের কর্মকর্তারা প্রতিরোধ গড়ে তোলে, ভয় পেয়ে তৃণমূলের হার্মাদরা বোমাবাজী করে , বন্দুক বেড় করে। কিন্তু আমাদের কার্যকর্তারা ঘিরে ধরলে তারা পালিয়ে যায়। "




দিনহাটা দুই নং ব্লক, যুব তৃণমূল সভাপতি সুকুমার বর্মন বলেন, "বিজেপির গ্রুপ বাজীর ফলেই এসব হয়েছে, তৃণমূলের এমন দুর্দিন পরেনি যে কারো সভায় গিয়ে ভাঙচুর করতে হবে। "