WBPSC: আবারও বৃদ্ধি পেলো ১৫০০ শূন্যপদে নিয়োগের স্থগিতাদেশ
কলকাতা, ১১ জুলাইঃ
আবারও বৃদ্ধি পেলো দমকল নিয়োগের (FIRE OPERATOR) স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্ট ১১ জুলাই পর্যন্ত ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ জারি করেছিলো। আজ সেই মেয়াদ আবারও বৃদ্ধি করা হলো।
আরও দুই সপ্তাহের জন্য বৃদ্ধি পেলো স্থগিতাদেশ। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত দমকল বিভাগে (FIRE OPERATOR) নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বেশকিছু চাকরি প্রার্থী। দু’টি প্রশ্ন ভুল ছিল বলে মামলাকারীদের অভিযোগ। সেই সাথে আরও অভিযোগ যদি দু’জন চাকরিপ্রার্থী একই নম্বর পান, সেক্ষেত্রে যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছেন, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। এছাড়াও আরও বেশকিছু অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিলো ।
আজ, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এই নিয়োগের উপর স্থগিতাদেশ সময়সীমা আরও বাড়ানো হল। এরপর মামলা শেষ হলে, তার উপরই নির্ভর করবে চাকরিপ্রার্থীদের (FIRE OPERATOR) ভবিষ্যৎ।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের দমকল বিভাগে (FIRE OPERATOR) প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার (WBPSC)। ২০১৮ সালে সেই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। এই চাকরির নিয়োগের ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। তাতেই স্থগিতাদেশ পড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊