COVID 19: সেন্টিনেল সার্ভেতে উদ্বেগজনক রিপোর্ট, রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। এর মাঝে উদ্বেগজনক রিপোর্ট স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে উঠে এসেছে রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। রিপোর্ট বলছে, রাজ্যের ৯টি জেলা এবং নন্দীগ্রাম ও বসিরহাট স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি।
জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে।
৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে করা এই সেন্টিনেল সার্ভেতে লাল তালিকাভুক্ত জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে, নন্দীগ্রাম, যেখানে পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। দ্বিতীয় স্থানেই উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে দার্জিলিং। চতুর্থস্থানে উত্তর দিনাজপুরের (১৮.২৫)। লাল তালিকাভুক্ত করা হয়েছে কালিম্পং (১৬.৭৫), পশ্চিম বর্ধমান (১৬.৫৬), বসিরহাট (১৪.৩৬), হাওড়া (১৪.২৩), পূর্ব বর্ধমান (১৪.১৪), কলকাতা (১৩.১৩), ও নদিয়াকে (১০.১৫)।
জলপাইগুড়ি, মালদা, হুগলি, আলিপুরদুয়ার, রামপুরহাট, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া ও দক্ষিণ দিনাজপুর হলুদ তালিকাভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাকি ৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১ থেকে ৫ শতাংশের মধ্যে।
করোনা আক্রান্ত হননি, শরীরে করোনার কোনও উপসর্গ নেই এমন যারা অন্যান্য অসুখ নিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন তাঁদের থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার প্রক্রিয়াই সেন্টিনেল সার্ভে। সেন্টিনেল সার্ভের রিপোর্ট বলছে, প্রতিদিন যে পরিসংখ্যান সামনে আসে, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা তার চেয়ে সম্ভবত অনেকটাই বেশি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊