Virus Attack: এই অ্যাপগুলো নেই তো আপনার ফোনে? যা বিপদে ফেলবে আপনাকে
ফের ম্যালওয়ার (Malware) হানা গুগলে (Google)। সুরক্ষা বিশেষজ্ঞরা জানানোর পরেই প্লে স্টোর থেকে আট অ্যাপ সড়িয়ে নিল গুগল। Autolycos নামের একটি ম্যালওয়ার আপনার অজান্তেই আপনার ফোনে সমস্যার সৃষ্টি করছে। ৮টি অ্যান্ড্রয়েড অ্যাপের থেকে তৈরি হচ্ছে সমস্যা। আশ্চর্যের বিষয়, এখনও পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপগুলো ডাউনলোড করেছেন। তবে এখন এই আটটি অ্যাপকে গুগল তার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে।
এই তালিকায় যে আট অ্যাপ রয়েছে সেগুলি হল:
1 Creative 3D Launcher
2 Gif Emoji Keyboard
3 Vlog Star Video Editor
4 Wow Beauty Camera
5 Freeglow Camera
6 Coco Camera v1.1
আরও আছে তালিকায়।
সাইবার সিকিউরিটি ফার্ম অ্যাভেনার নিরাপত্তা গবেষক ম্যাক্সিম ইনগ্রাও টুইটারে জানিয়েছেন, "অটোলাইকোস নামের নতুন ম্যালওয়্যার গুগল অ্যাপ স্টোরের প্রায় আটটি অ্যাপে পাওয়া গিয়েছে। অটোলাইকোস ব্যবহারকারীদের ব্যক্তিগত বিবরণ ও ডেটা চুরির কাজ করে। এমনকী এই ম্যালওয়্যারটি ব্যবহারকারীর অজান্তেই এসএমএসও পড়ে ফেলে। অটোলিকোস রিমোট ব্রাউজারে ইউআরএল চালায় ও ওয়েবভিউ ছাড়াই HTTP অনুরোধ অনুমোদন করে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊