Latest News

6/recent/ticker-posts

Ad Code

Online Banking : এবার Whatsapp-এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI

এবার Whatsapp-এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা দেবে SBI


whatsapp and sbi logo




ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক এসবিআই (SBI) এবার হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এর মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা দেবে। SBI এর তরফে এই ঘোষণা করা হয়েছে।




SBI চেয়ারম্যান দীনেশ খারা চলতি মাসের 1 তারিখ এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন। ওইদিন তিনি একটি ভার্চুয়াল কনফারেন্স করেন। তিনি সেখানেও পুরো বিষয়টি জানিয়েছেন ।




SBI চেয়ারম্যান দীনেশ খারা ওই ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে একাধিক রিটেল প্রোডাক্ট লঞ্চ করেন। সেখানে তিনি এর সঙ্গে SBI ব্যাঙ্কিং API লঞ্চ করেন। মূলত ব্যাঙ্কিং এগ্রিকেটর এবং কর্পোরেট ক্লায়েন্টদের সাহায্য করবে। SBI ব্যাঙ্কিং এর পুরো কথা Application Programming Interface। এর ফলে ব্যাঙ্কিং সংস্ক্রান্ত অনেক কাজই Whatsapp চ্যাটবটের মাধ্যমে করা সম্ভব।




ওই API এর মাধ্যমে ব্যাঙ্ক এবং ক্লায়েন্টদের মধ্যে যোগাযোগ আরও সুবিধার হবে বলে জানানো হয়েছে। এবং দুটি সিস্টেমের মধ্যে ডেটা ট্রান্সফার করতে কোনও সমস্যা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code