আসন্ন বাদল অধিবেশনের আগে নয়া ফরমান, ধরনা-বিক্ষোভ নয় সংসদ চত্বরে 

parliament of india


‘অসংসদীয়’ শব্দ বিতর্কের মাঝেই আসন্ন বাদল অধিবেশন (Monsson Session) নিয়ে নয়া ফরমান জারি। বাদল অধিবেশনে (Monsson Session) সংসদ চত্বরে কোনওরকম বিক্ষোভ, ধরনা বা অনশন করা যাবে না এমনটা জানিয়েই বিজ্ঞপ্তি দিল রাজ্যসভার সচিবালয়। বাদল অধিবেশনের আগে ইতিমধ্যেই ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’র মতো শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে মোদি (Narendra Modi) সরকারের সচিবালয় এগুলি ‘অসংসদীয়’ শব্দ হিসেবে চিহ্নিত করেছে। এবার নয়া ফরমান।




রাজ্যসভার সচিব পি সি মুদি এক বিজ্ঞপ্তিতে সাংসদদের জানিয়েছেন, কোনও সদস্য আর সংসদ চত্বরে ধরনা, প্রতিবাদ, বিক্ষোভ, অনশন বা কোনওরকম ধর্মীয় আচার পালন করতে পারবেন না। এক্ষেত্রে সব সদস্যের সহযোগিতা কামনা করা হচ্ছে। এরপরেই সরব হতে শুরু করেছেন বিরোধীরা। বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন, এটা বিশ্বগুরুর (পড়ুন মোদির) নতুন ফরমান। ডরনা (ধরনা) মানা হ্যায়…। প্রতিবাদে সরব হয়েছেন অন্য কংগ্রেস নেতারাও।




কৃষি আইন, সাংসদদের সাসপেনশন, ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার হোক, মূল্যবৃদ্ধির মতো ইস্যু সহ একাধিক ইস্যুতে এর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা, কখনও অনশন হয়েছে। বিরোধীরা বারবার সরকারের বিরোধিতায় সংসদ ভবনেই সরব হয়েছে। এবার বিরোধীদের সেই সুযোগ কেড়ে নেওয়া হল।