Italian prime minister Mario Draghi to resign after coalition partner snub
ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা! ফ্রান্স ও ব্রিটেনের পর এবার ইটালি। ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Italian prime minister Mario Draghi)। তবে ‘সুপার মারিও’র পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লা (President, Sergio Mattarella)।
করোনা আবহে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি মারিও দ্রাঘির সরকার ক্ষমতায় আসে। ‘সুপার মারিও’ হিসেবে পরিচিত দ্রাঘি ছিলেন ব্যাংক অফ ইটালির গভর্নর এবং ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অফ ইউরোপের প্রেসিডেন্ট ছিলেন বলে ক্ষমতা ও কর্ম দক্ষতার কথা ভেবে ইটালির আমজনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
মারিও দ্রাঘির জোটের শরিক ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী জুসেপে কন্টের দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’। কিন্তু করোনা পরবর্তী সময়ে দ্রাঘির একটি প্রস্তাবিত আর্থিক প্যাকেজ নিয়ে অসন্তুষ্ট হয়ে বৃহস্পতিবার আস্থা ভোটে সরকার থেকে সমর্থন তুলে নেয় ফাইভ স্টার।
এরপরেই প্রেসিডেন্টের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন মারিও দ্রাঘি। প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাঁকে সংসদে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য এর আগে প্রধানমন্ত্রী সেনেটের আস্থা ভোটে জয়ী হয়েছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊