Partha Chatterjee Removed: 'নতুন মন্ত্রিসভা গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর’: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়



Mamata Banerjee


পার্থ চট্টোপাধ‍্যায় গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। আর পার্থ চট্টোপাধ‍্যায়ের দায়িত্বে থাকা সকল দপ্তর মমতা বন্দোপাধ‍্যায়ের দায়িত্বে থাকবে বলে জানানো হয়েছে। এরপর মমতা বন্দোপাধ‍্যায় পার্থ চট্টোপাধ‍্যায়ের অপসারণ নিয়ে বলেন, 'নতুন মন্ত্রিসভা গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর'।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতদিন না মন্ত্রিসভা নতুন করে গঠন করছি, ততদিন আমার হাতে থাকবে পার্থদার দফতর। আমি হয়তো কিছুই করব না। যতক্ষণ না নতুন করে মন্ত্রীসভা গঠন করছি। পার্থকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে'।




নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ‍্যায়। এদিকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল‍্যাট থেকে। এরপরেই আজ মন্ত্রী সভার বৈঠক ডেকে পার্থ চট্টোপাধ‍্যায়কে সব পদ সড়িয়ে দেওয়া হয়।




সোরগোল গোটা রাজ‍্যে। এই পরিস্থিতিতে একদিকে যেমন পার্থকে সড়াতে সরব হয় বিরোধী দলগুলো তেমনি সরব হয়েছে তৃণমূলের অন্দরেই। এরপরেই আজ মন্ত্রীসভার বৈঠকে পার্থ চট্টোপাধ‍্যায়কে পদ সরানো হল।