Breaking News: মন্ত্রীত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়, দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই
অবশেষে মন্ত্রীত্ব থেকে সড়ানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। গুঞ্জন চলছিলও। মন্ত্রীত্ব থেকে সড়ানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee)। আর সেই গুঞ্জনেই পড়লো সিলমোহর। রাজ্যের শিল্প দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। এখন আপাতত দায়িত্ব সামলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
জানা যাচ্ছে, চারটি দপ্তরের দায়িত্ব থেকেই সরানো হল তাঁকে। পার্থ চট্টোপাধ্য়ায়ের বদলে আপাতত সেই চারটি দপ্তরের মন্ত্রিত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই। শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় – চার দপ্তরের মন্ত্রীর দায়িত্ব ছিল কাঁধে। সেই দায়িত্ব থেকে সরানো হল পার্থকে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। সোরগোল গোটা রাজ্যে। এই পরিস্থিতিতে একদিকে যেমন পার্থকে সড়াতে সরব হয় বিরোধী দলগুলো তেমনি সরব হয়েছে তৃণমূলের অন্দরেই। এরপরেই আজ মন্ত্রীসভার বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়কে পদ সরানো হল।
এদিকে আজকেই বৈঠকে বসছে তৃণমূল। হয়তো আর কিছুক্ষনের মধ্যেই তৃণমূল থেকে সড়ানো হতে পারে পার্থকে। উত্তরের অপেক্ষায় রাজ্য।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊