Nepal earthquake: Earthquake of magnitude 5.5 jolts Nepal, tremors felt in parts of Bihar
Nepal earthquake: রবিবার কাঠমান্ডুর 147 কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে নেপালের ধিতুং-এ রিখটার স্কেলে 5.5 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সকাল ৮টা নাগাদ বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সকাল ৭টা ৫৮ মিনিটে নেপালের কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়।
নেপালের ধিতুং ভারতের মুজাফফরপুর থেকে 170 কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের মানুষজন। শিলিগুড়ীতেও প্রভাব পড়েছে এই কম্পনের। একদিকে লাগাতার বৃষ্টি তার উপর এই কম্পনে আতঙ্কি ছড়িয়ে পড়ে।
গত সোমবার, একটি 4.7-মাত্রার ভূমিকম্পে মধ্য নেপাল কেঁপে ওঠে । আজ ফের ভূমিকম্পে আতঙ্কিত মানুষজন।
ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, রিখটার স্কেলে 4.7 মাত্রার ভূমিকম্পটি সকাল 6.07 টায় হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল সিন্ধুপালচক জেলার হেলাম্বুতে, কাঠমান্ডুর 100 পূর্বে।
কাঠমান্ডু উপত্যকার আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊