Mirabai Chanu Wins Gold: শুধু সোনা জিতলেনই না, গড়লেন রেকর্ড
বার্মিংহ্যাম, ৩০ জুলাই: টোকিয়ো অলিম্পিক গেমসে রুপো জয়ের পরে মীরাবাই চানুকে (Saikhom Mirabai Chanu) নিয়ে ভারতের আশা ছিলো অনেকটা। মীরার সোনা জয়ের আশায় ছিলো ভারতের ক্রিড়াজগত । আর সেই আশাই পূর্ণ করলেন সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu) ।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে সোনা জিতলেন সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। গতবারও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন মীরা। তার আগে ২০১৪ গ্লাসগো কমনওয়েলেথ গেমসে চানু জিতেছিলেন রুপো।
এদিন, প্রথম চেষ্টায় মীরাবাঈ তোলেন ৮৪ কেজি, দ্বিতীয় চেষ্টায় তোলেন ৮৮ কেজি। গত বছর টোকিও অলিম্পিকে ২০২ কেজি তুলে রুপো জিতেছিলেন মীরবাই চানু।
স্ন্যাচের মতোই ক্লিন অ্যান্ড জার্কেও ১১৩ কেজি হল নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। স্বাভাবিকভাবেই স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০১ কেজিও নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। সেদিক থেকে শুধু সোনা জেতাই নয়, বরং চানু রেকর্ড গড়লেন এদিন।
চানুর সোনা জয়ের সঙ্গে চলতি কমনওয়েলথ গেমসে দ্বিতীয় দিনের শেষে ভারত ১টি সোনা, রুপো ১টি, ব্রোঞ্জ ১টি জিতল। পদক তালিকায় ভারত এখন ৭ নম্বরে উঠে এল। চলতি গেমসে ভারতের তিনটি পদকই এসেছে ভারত্তোলন থেকে।
এর আগে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদকটি জেতেন সঙ্কেত মহাদেব সাগর। পুরুষদের ভারত্তোলনের ৫৬ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত। ঠিক তার পরেই পুরুষদের ৬১ কেজি ভারোত্তোলনে (Weightlifting) ব্রোঞ্জ জিতলেন ভারোত্তোলক গুরুরাজা পূজারি (Weightlifter Gururaja Poojary)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊