Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rail Yatri : চলতি ট্রেনে এক পুত্র সন্তানের জন্ম দিল এক মহিলা

চলতি ট্রেনে এক পুত্র সন্তানের জন্ম দিল এক মহিলা




১৩১৫২ ডাউন জম্মু তাওয়াই কলকাতা ট্রেনে জন্ম দেয় ওই মহিলা। আসানসোল রেল ডিভিশনের কুমারডুবি স্টেশনের পার হবার সময় এই বাচ্চাটির জন্ম হয়।


ট্রেনের রেল কর্মচারীরা আসানসোল কন্ট্রোল রুমে খবর দিলে আসানসোল রেলওয়ে স্টেশনে চিকিৎসকদের টিম এসে মহিলাটিকে ট্রেন থেকে নামিয়ে সমস্ত রকম প্রাথমিক কাজকর্ম সাড়ে। তারপরে অ্যাম্বুলেন্সে করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।


ওই মহিলার সঙ্গে একটি পাঁচ বছরের পুত্র ও আরেকটি ছয় বছরের কন্যা সন্তান রয়েছে। এ ছাড়া আর কেউ তার সঙ্গে নেই বলে জানা গেছে ।


রেলওয়ে কর্মচারীরা মহিলাটির সমস্ত কিছু ব্যবস্থা করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ও পরিবারের লোকজনদের খবর দেওয়ার চেষ্টা করে।


মহিলাটি একটু সুস্থ হলেই জানার চেষ্টা করবে তার বাড়ি কোথায়। তারপরে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code