মোনালিসা দাসের নাম বাদ যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কনফারেন্সের কর্মকর্তারা




আসানসোলের কাল্লা মোড়ের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া দুই দিনব্যাপী প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সের বক্তাদের তালিকা থেকে নাম বাদ গেল পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের।

নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির গ্রেফতারের পর উঠে এসেছিল আরো একটি নাম মোনালিসা দাস। তার একাধিক সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইডি। এবার সেই অধ্যাপিকা মোনালিসা দাসের নাম বক্তাদের তালিকা থেকে বাদ দিল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

নতুন করে বক্তাদের তালিকা সম্বলিত বুকলেট প্রিন্ট করে আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও মোনালিসা দাসের নাম বাদ যাওয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কনফারেন্সের কর্মকর্তারা।