Vice President Election: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভা: Report

margaret alva



গতকাল এনডিএ জোট উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বাংলার রাজ‍্যপাল জগদীপ ধনকড়ের (Jagadeep Dhankar) নাম ঘোষনা করেছে। আর তারপরেই আজ বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে মার্গারেট আলভা (Margaret Alva)_র নাম ঘোষনা করেন এনসিপি চিফ শরদ পাওয়ার (Sharad Pawar)।


উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষনা নিয়ে এনসিপি চিফ শরদ পাওয়ার (Sharad Pawar) জানায় এই সর্বসম্মত সিদ্ধান্তের জন্য 17 টি দল রয়েছে, আলভা মঙ্গলবার ভিপি মনোনয়ন জমা দেবেন। 


দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অফিসের নির্বাচনে জগদীপ ধনকড় - মার্গারেট আলভা (Margaret Alva)_ লড়াই! 




"আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। গতবার তারা আমাদের যৌথ রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করেছিল," শরদ পাওয়ার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন।



শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, "এই নির্বাচনে আমরা সবাই একসঙ্গে আছি।"



ভারতের উপ-রাষ্ট্রপতি (Vice President) এম. ভেঙ্কাইয়া নাইডুর পদের মেয়াদ 10ই আগস্ট, 2022-এ শেষ হচ্ছে। ভারতের সংবিধানের 68 অনুচ্ছেদ অনুযায়ী, পদের মেয়াদ শেষ হওয়ার কারণে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন বিদায়ী ভাইস-প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ণ করতে হবে।



কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ১৯শে জুলাই ২০২২-র মধ্যে নমিনেশন সাবমিট করতে হবে। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ অগাস্ট। কমিশন আরও জানিয়েছে, ওই একই দিনে ভোট গণনাও অনুষ্ঠিত হবে।



ভারতের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুসারে, উপ-রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 2022, 16 তম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, ইলেক্টোরাল কলেজে রয়েছে:

(i) রাজ্যসভার 233 জন নির্বাচিত সদস্য,

(ii) রাজ্যসভার 12 জন মনোনীত সদস্য, এবং

(iii) লোকসভার 543 জন নির্বাচিত সদস্য।



ইলেক্টোরাল কলেজ সংসদের উভয় কক্ষের মোট 788 জন সদস্য নিয়ে গঠিত। যেহেতু, সকল নির্বাচক সংসদের উভয় কক্ষের সদস্য, তাই প্রত্যেক সংসদ সদস্যের ভোটের মূল্য একই হবে অর্থাৎ ১ (এক)।