Primary Scam: ৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ নথি CBI- কে জমা দিল পর্ষদ


SSC SCAM




৪৩ হাজার প্রাথমিক শিক্ষকের নথি সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিল পর্ষদ। আদালতের নির্দেশ মতোই এই নথি জমা বলে খবর। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ৪৩ হাজার নিয়োগ সংক্রান্ত নথি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) কাছে চায় সিবিআই (CBI)। আর সেই মতোই পর্ষদ শিক্ষকদের কাছ থেকে সেই নথি সংগ্রহের নির্দেশিকা দেয়। এরপর আজ সেই ৪৩ হাজার নথি সিবিআইকে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।



রাজ‍্যে শিক্ষক নিয়োগ মামলায় একাধিক অসঙ্গতির খোঁজ বের করতে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেয় আদালত (Calcutta Highcourt)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশে সেই মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। তদন্তে ৪২৯৪৯ জন শিক্ষকের নথি চেয়েছে সিবিআই (CBI)। সেই মতো সিবিআইয়ের হাতে সেই নথি তুলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জানাতে হবে সিবিআইকে (CBI)। 


আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে পর্ষদ। এদিকে, গত শুনানিতে সিবিআইয়ের কাছে তদন্তের রিপোর্ট জানতে চায় আদালত। সিবিআইয়ের তরফে বলা হয়, আদালতের নজরদারিতে সিবিআইয়ের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গোটা ঘটনার তদন্ত করছে। বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। মঙ্গলবারের মধ‍্যে নথি সহ আদালতে তদন্তের গতি জানানোর নির্দেশ দিয়েছে আদালত।