Employment Exchange Dinhata এর career talk program




বর্তমানে যারা উচ্চমাধ্যমিক পড়ুয়া তাদের চোখে নানান স্বপ্ন। কেউবা চায় শিক্ষক হতে, কেউবা ডাক্তার, কেউবা উকিল, কেউবা নার্স । কিন্তু কিভাবে এগোতে হবে স্বপ্ন পূরণের পথে , তা অনেকেরই অজানা। ফলে মাঝপথে স্বপ্ন ব্যর্থতার রূপ নেয়। আর তাই উচ্চমাধ্যমিক পড়ুয়াদের সঠিক পথনির্দেশ দিতে এগিয়ে এলো Employment Exchange Dinhata।


দিনহাটার বিভিন্ন বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পড়ুয়াদের কাছে পৌঁছে career talk program করছে Employment Exchange Dinhata।


আজ দিনহাটা মহুকুমার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো এই আলোচনা। দিনহাটা এমপ্লয়মেন্ট এক্সেঞ্জ এর অফিসার ইনচার্জ সম্রাট মন্ডল দীর্ঘ আলোচনা করেন ছাত্রছাত্রীদের সাথে।


উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব, দিনহাটা এমপ্লয়মেন্ট এক্সেঞ্জ এর করণিক সুশান্ত সরকার।


ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব জানান, প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী আজকের আলোচনায় অংশ নেয়। ছাত্রছাত্রীরা ভীষণ উপকৃত হয়েছে আজকের আলোচনায়।