Monsoon In north bengal : ভারী বর্ষণ উত্তরবঙ্গে, জেনে নিন বিস্তারিত



cloud




যে সময় ধান রোপন করার কাজ জোরদার ভাবে চলার কথা ঠিক সে সময় এক প্রকার হাত গুটিয়ে বসে রয়েছেন কৃষকরা। কেননা খাতায়-কলমে বর্ষা ঢুকে গেলেও এখনো সেভাবে বৃষ্টি নেই । গত ১০ দিন ধরে মেঘে ঢাকা রয়েছে আকাশ। তবে বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি হয়নি ।


Monsoon In West Bengal


আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে ভিজবে উত্তরবঙ্গ। এর জেরে নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে সেই অর্থে তেমন বৃষ্টি হবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

rain in school



আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বর্ষণের জেরে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার, ২ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। 


দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর রয়েছে তালিকায়। 

কোচবিহার- আগামী ৩০ জুলাই ও ১ অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ৩১ জুলাই, ২ ও ৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার- আগামী ৩০ ও ৩১ জুলাই ভারী বৃষ্টি, ১ ও ৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ২ অগাস্ট মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
 
জলপাইগুড়ি- আগামী ৩০ জুলাই মাঝারি বৃষ্টি, এবং ৩১ জুলাই থেকে ৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুর- আগামী ৩০ জুলাই ও ১ অগাস্ট মাঝারি বৃষ্টি, এবং ৩১ জুলাই, ২ ও ৩ অগাস্ট অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।