Breaking: ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট


High Court, Primary Education
Calcutta High Court



শিক্ষক নিয়োগে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ। আদালতে চলছে মামলা। তদন্ত করছে সিবিআই (CBI)। চাকরি হারিয়েছে অনেকে। আরও চাকরি হারানোর আশঙ্কা। এর মাঝেই এবার দমকলেও (Fire Department) নিয়োগে ‘বেনিয়ম’-র অভিযোগ সামনে আসলো। 

দমকল বিভাগে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বেশকিছু চাকরি প্রার্থী। ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। আজ, সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।




মামলাকারীদের অভিযোগ, দুটি প্রশ্ন ভুল ছিল (Fire Department)। এমনকী, যদি দু’জন চাকরিপ্রার্থী একই নম্বর পান, সেক্ষেত্রে যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছেন, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে। এছাড়াও আরও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন তাঁরা।



সোমবার মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। উভয় পক্ষের কথা শুনে স্থগিতাদেশ দেয় আদালত। ১১ জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলার (Fire Department) পরবর্তী শুনানি রয়েছে আগামী সপ্তাহেই।


জানা যাচ্ছে ২০১৮ সালে ১৫০০ শূন্যপদে অপেরেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ।নিয়োগের (Fire Department) ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। তাতেই স্থগিতাদেশ পড়ল। ফলে চাকরিপ্রার্থী দের ভবিষ্যৎ আটকে রইল আদালতে।