এবার উপাচার্যের অবসরের বয়স বেড়ে হলো ৭০


West Bengal Agricultural University Law 2022



রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে এবার মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই বিধানসভার চলতি অধিবেশনের প্রথম দিনেই ভোটাভুটিতে বিল পাস হয়ে গিয়েছে। এমনকী, বিলটি অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে। এবার আরও একটি বিল পাস হলো বিধানসভায়।


সূত্রের খবর, এদিন বিধানসভায় ফের একটি বিল পেশ করা হয়। সেই বিলে উপাচার্যের (Vice-Chancellor) অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ করার প্রস্তাব দেয় সরকার।


পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় লজ (West Bengal Agriculture University Law 2022)  বিলটি আইনে পরিণত হলে এবার থেকে উপাচার্যের অবসরের বয়স ৬৫ বছর থেকে বেড়ে হবে ৭০ বছর।


প্রসঙ্গত ২০১৯ সালের জানুয়ারিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন- রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হবে৷ অবসরের বয়স বাড়ানো হবে উপাচার্যদেরও৷ উপাচার্যের অবসরের বয়স হবে ৭০ বছর ও সহ-উপাচার্যদের (Vice-Chancellor) অবসরের বয়সও ৭০ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷