Madhyamik Result 2022 : মাধ্যমিক মেধা তালিকা ২০২২ একনজরে
অবশেষে প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2022)। ৩ রা জুন শুক্রবার সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদ এর সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবছরের মেধা তালিকা (Madhyamik Result 2022 Merit List) প্রকাশ করেন।
এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো- 1098758, পাশ 949927 জন, ১১ জনের পরীক্ষা বাতিল হয়েছে। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
এবার পাশের হার গতবারের থেকে ভালো। আগামী ১৫ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে স্ক্রুটিনির আবেদন হবে।
Madhyamik Result 2022 Merit List-
প্রথম - অর্নব ঘোরাই, রৌণক মন্ডল
প্রাপ্ত নাম্বার - ৬৯৩
দ্বিতীয় - কৌশিকি সরকার (মালদা), রৌণক মন্ডল (ঘাটাল)
প্রাপ্ত নাম্বার - ৬৯২
তৃতীয়- অনন্যা দাশগুপ্ত , দেবশিখা
প্রাপ্ত নাম্বার - ৬৯১
চতুর্থ- অভিক দাস (আলিপুরদুয়ার) , অভিষেক গুপ্ত (মালদা), সাগ্নিক কুমার দে (হুগলি) , শ্রুতশ্রী ত্রিপাঠি
প্রাপ্ত নাম্বার - ৬৯০
পঞ্চম- মোট ১১ জন, সৌভাগ্য সিনহা ( ধূপগুড়ি) , দেবদত্ত কুন্ড (দিনহাটা) , ধ্রুবজ্যোতি সাহা (দিনহাটা) , আরমান ইস্তেহাক আলি (মাথাভাঙ্গা) , আর্জিনি সাহা (মাথাভাঙ্গা) , অরিন্দ সাহা , সামিয়া ইয়াসমিন ( পূর্ব বর্ধমান), জেনিফার রানা (নলহাটি ) , পৌলমী বেরা , শুভ্র দত্ত ( মুর্শিদাবাদ) , সম্রাট মন্ডল ( উত্তর চব্বিশ পরগনা ),
প্রাপ্ত নাম্বার - ৬৮৯
ষষ্ঠ- মোট ৬ জন। নিরুপম দাস (হুগলি), সম্পূর্ণা নন্দী ( হুগলি) , সৃজিতা গোস্বামী ( পূর্ব বর্ধমান), সৈকত কুমার গাঙ্গুলী ( আসানসোল), সমাতা ( কনটাই ) প্রতীক মাইতি, মানিক
প্রাপ্ত নাম্বার - ৬৮৮
সপ্তম- ১০ জন । অনন্যা দেব (দিনহাটা) সৃজিতা মজুমদার ( দিনহাটা) সৌগত ঘোষ ( বালুরঘাট) জ্যোতির্ময় , সোহম নায়েক (বাকুড়া) , সায়ন্তন মাইতি, অপূর্ব নস্কর,
প্রাপ্ত নাম্বার - ৬৮৭
অষ্টম- ২২ জন। ব্রাত্য বোস, বৃষ্টি পাল, সৌমদীপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মন্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগি, উর্মি মন্ডল, দেবমাল্য নিয়োগি, শ্রেয়সি , সুরভী চট্টপাধ্যায়, অভ্র চ্যাটার্জী, ঈশিতা সামন্ত, সারস্বত গাইন, অনিশ ঘোড়াই, সায়ন দেবনাথ, সাস্বত নাইয়া, সোহম পাল,
প্রাপ্ত নাম্বার - ৬৮৬
নবম- ১৫ জন । বিশ্বদিপ মন্ডল, স্বরূপ কর্মকার, বীরেশ , সৌরভ দে, পায়েল দাস, অনুভব সেন, সোহম শতপতি, কামারুজ্জামান, স্নেহাশিস চ্যাটার্জী,
প্রাপ্ত নাম্বার - ৬৮৫
দশম- নীলাদ্রি মন্ডল , সানন্দা রায়, সায়ন্তিকা বর্মন,
প্রাপ্ত নাম্বার - ৬৮৪
বিস্তারিত আসছে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊