Ratha Jatra 2022 - প্রায় ১২ বছর পর পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রায় থাকছে এবার নতুন রথ!
দর্শনার্থীদের জন্য এবার রথযাত্রায় (Ratha Jatra 2022) নয়া চমক অপেক্ষা করছে। প্রায় ১২ বছর পর পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রায় থাকছে এবার নতুন রথ (Ratha Jatra 2022)। নয়া এই রথ (Ratha Jatra 2022) তৈরিতে হাত লাগিয়েছেন ওডিশার আট কারিগর।
নতুন এই রথ আগামী ২৫ জুনের মধ্যেই তৈরি হয়ে যাবে। জানা যাচ্ছে, এই রথের (Ratha Jatra 2022) উচ্চতা ৩৬ ফিট। আগের রথের উচ্চতা ছিল ২০ ফিট। রথটির দৈর্ঘ্য ও প্রস্থের উচ্চতা ২৬ ফিট।
রথের প্রতিটি চাকার উচ্চতা ৪ ফিট করে। রথে থাকবে চারটি দরজা, চারটি ঘোড়া। জগন্নাথ মন্দির ট্রাস্টের এক সদস্য সুধাংশু নাথ সহদেও জানিয়েছেন, রথটি (Ratha Jatra 2022) তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৪০ লাখ টাকা। সাখুয়া কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে রথ। আগামী ১৪ জুন স্নান যাত্রা মহোৎসব করা হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ১৪ জুন থেকে রথযাত্রার দিন পর্যন্ত ঢাকা থাকবে। যেখানে আসল মূর্তি রাখা থাকে, সেখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখা থাকবে।
রথের কারিগর প্রকাশ মহারানা বলেন, রথের চাকার (Ratha Jatra 2022) কাজ শেষ হয়েছে। রবিবার থেকে কাঠামো তৈরির কাজ শুরু হবে। পুরীর রথের আদলে তৈরি করা হচ্ছে।
এ বছর পুরীতে রথযাত্রা উৎসব ঘটা করে আয়োজনের ভাবনাচিন্তা চলছে। তবে, নতুন করে দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে ফের কোভিডের বাড়বাড়ন্ত হলে বিগত বছরের মতো ভক্তদের ছাড়াই রথযাত্রা উদযাপন করতে হবে। আর পরিস্থিতি অনুকূলে থাকলে তাহলে এবার ফের রথের রশিতে টান দিতে পারেন ভক্তরা।
জানা যাচ্ছে, পুরীতে এ বছর রথযাত্রা (Ratha Jatra 2022) উৎসবের শুভারম্ভ ১ জুলাই। এই প্রসঙ্গে পুরীর জেলাশাসক সমর্থ বর্মা বলেছেন, রথযাত্রা ঘিরে আমাদের কাছে দুটো পথ খোলা রয়েছে। যদি কোভিড সংক্রমণ বাড়ে, তাহলে গত দু'বছরের মতো এবারও ভক্তদের ছাড়াই উৎসব করা হবে। আর সব ঠিকঠাক থাকলে ভক্ত সমাগম হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊