'ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও, বন্দুক ভোঁতা করে দেব' আলিপুর থেকে KLO-র হুশিয়ারী নিয়ে পাল্টা মমতার

Mamata Banerjee




উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। উত্তরবঙ্গ সফরের আগে কোচ কামতাপুর রাজ‍্যের দাবিতে সরব হয়ে মুখ‍্যমন্ত্রীকে হুমকি দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO। হুমকি দিয়ে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন প্রধান জীবন সিংহ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, খবরদার কোচ কামতাপুরের ওপর পা রাখবেন না। তোমরা কোচ কামতাপুর গঠনের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ বা বিরোধিতা করতে পারবে না।"




এদিন আলিপুরের সভা থেকে পাল্টা দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। তিনি বলেন 'ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও, বন্দুক ভোঁতা করে দেব।' ঝাঁঝালো সুরে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন, 'কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে? আমি বলি ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও। এত বড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুকে দেখেছি। এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।'







বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগে সরব হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কেউ কেউ বলেন আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।' হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী গেরায়া শিবিরকে আক্রমণ শানিয়ে জোড়েন, 'বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে। ভাগাভাগির কথা বলে।'