Weather Update: মাঝারি থেকে ভারী বৃষ্টি, থাকবে মেঘলা আকাশ, জানুন আবহাওয়ার আপডেট 


Weather



আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।


৮ থেকে ১২ জুন মেঘলা আকাশ থাকার, সম্ভাবনা আছে। কোচবিহার- ৮ ও ৯ জুন মাঝারি বৃষ্টি, ১০ থেকে ১২ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।



আলিপুরদুয়ার- আগামী ৮ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ৯ ও ১১ জুন মাঝারি, বৃষ্টি, এবং ১০ ও ১২ জুন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।



জলপাইগুড়ি- আগামী ৮ থেকে ১১ জুন মাঝারি ববৃষ্টি, ১২ জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।



উত্তর দিনাজপুর- আগামী ৮ থেকে ১২ জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

 

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালায় পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ ও সিকিম এবং উত্তর পূর্ব রাজ্য গুলিতে অগ্রসর হয়েছে। এই বছর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।



তবে দক্ষিনবঙ্গে এখনি বর্ষার সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে শহরে। 



দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।