WB Primary TET Case Live Update
WB Primary Scam : ইতিমধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৯ জন প্রাইমারী চাকরী (WB Primary Scam) থেকে বরখাস্ত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) ২৭৩ জনের নামের তালিকা কোর্টে জমা করেছিলো। কোর্ট জানতে চেয়েছে যে কেন শুধুমাত্র ওই ২৭৩ জনকে কেন অগ্রাধিকার (WB Primary Scam) দেওয়া হলো ? কেন শুধু তাদেরই নাম্বার বাড়ানো হলো ? এই নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে (WBBPE) বিস্তারিত রিপোর্ট জমা (WB Primary TET 2014 Court Case) করতে বলা হয়েছে কোর্টে। আজ ছিলো শুনানি।
২৭৮৭ জন পরীক্ষার্থী যারা পর্ষদের কাছে নাম্বার বাড়ানোর জন্য আবেদন করেছিল তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের তথ্য এবং নাম সহ বিস্তারিত কোর্টে (WB Primary TET 2014 Court Case) জমা করতে বলা হয়েছিলো। কিন্তু পর্ষদ আজ শুধুমাত্র নামের তালিকা জমা দিয়েছে, আবেদনপত্র সংরক্ষণ না করায় সেগুলো নেই বলে আদালতে জানিয়েছে, এমনটাই জানা গিয়েছে। আরও পড়ুনঃ WB Primary Teachers: ৬১ জন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ !
যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিলো সেই এক্সপার্ট কমিটির (Expert committee) Report এ যে স্বাক্ষর আছে সেটা কবেকার সেটা জানতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফরেনসিক ল্যাবরেটরিতে (forensic laboratory) পাঠাবেন বলে জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণের নির্দেশ দিলো আদালত ।
বিস্তারিত আসছে...
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊