বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন- আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।

Mamata Banerjee



সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন,  ''ওরা পার্থ দার বিরুদ্ধে কেস করছে। কী আনন্দ তাই না! ১৭ হাজার চাকরি যাবে। পার্থ দার বিরুদ্ধে মামলা? ১৭ হাজার চাকরি খাব? যাদের চাকরি যাবে, তারা কি বিজেপি নেতাদের বাড়িতে যাবে? কারও চাকরি খেতে দেব না। আমি মুশকিল আসান। সব সমস্যার সমাধান করে দেব।''

WBSSC সহ একাধিক কাণ্ডে দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল। হাই কোর্টের তরফে একের পর এক মামলায় CBI তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  এই পরিস্থিতিতে এবার বিজেপিকে তুমুল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন আরও বলেন, ''আমি একটা লোকেরও চাকরি খাই নি, খাবও না। চাকরি দিতে না পারি, চাকরি খাব? ভুল করার অধিকারটাও একটা অধিকার। বিবেকানন্দ বলেছেন। যদি এক লাখ চাকরি দিতে গিয়ে ১০০ ভুল হয়, তাহলে আমাকে সুযোগ দিতে হবে সংশোধন করার।''

বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''এটা ত্রিপুরা নয়, সেখানে ১০ হাজার লোকের চাকরি দেবে বলেছিল। একটাও দেয়নি। বিজেপির এক মুখপাত্রের মন্তব্যে সারা দেশে গন্ডগোল হল। আগে কখনো এ রকম হয়নি। ৪ বছর পরে তারা আর্মি নয়, তারা আর্মস ট্রেনিং নিয়ে তারা একটা আর্মস পেয়ে গেল। এটা আর্মিকে অপমান করা। আমি আর্মিকে সম্মান করি। অগ্নিপথ করে কেন্দ্র বিজেপির সশস্ত্র গুন্ডা তৈরি করছে। সামনে ২৪ আসছে, তখন তো দরকার হবে।''