Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় বাংলা দলে কোচবিহারের তিন খেলোয়াড়

জাতীয় আতিয়া পাতিয়া প্রতিযোগিতায় বাংলা দলে কোচবিহারের তিন খেলোয়াড় #sports

Atya ptya federation



আট থেকে বারোই জুন অল ইন্ডিয়া আতিয়া পাতিয়া ফেডারেশনের ও পন্ডিচেরি স্টেট আতিয়া পাতিয়া ফেডারেশনের ব‍্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় আতিয়া পাতিয়া ফেডারেশন কাপের প্রতিযোগিতা। জাতীয় এই প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে যোগ দিতে আজ কলকাতা রওনা দিলেন কোচবিহার জেলার দুই যুবক ও এক যুবতী। 




কোচবিহার জেলা আতিয়া পাতিয়া সংস্থার দুই পুরুষ খেলোয়াড় প্রসেনজিৎ বর্মন ও হৃদয় বর্মন এবং মহিলা খেলোয়াড় নন্দিনী সূত্রধর বাংলা দলে সুযোগ পেয়েছে। এদিন কলকাতার উদ্দ‍্যেশে রওনা দেওয়ার সময় খেলোয়াড়দের শুভেচ্ছা জানান কোচবিহার জেলা আতিয়া পাতিয়া সংস্থার সেক্রেটারি অজিত চন্দ্র বর্মন। 




কোচবিহার তথা উত্তরের বিশিষ্ট ক্রীড়া ব‍্যক্তিত্ব অজিত চন্দ্র বর্মন জানান, আগামীকাল বর্ধমান পৌঁছে বাংলা দলে যোগ দিয়ে একদিনের প্রশিক্ষন করবে খেলোয়াড়রা তারপর প্রতিযোগিতার জন‍্য রওনা হবে। পাশাপাশি এদিন তিনি বাংলা দলের ভালো ফলের জন‍্য আশা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code