Prophet Controversy : 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?' হাওড়ার হিংসা নিয়ে কড়া বার্তা মমতার

Prophet Controversy : পয়গম্বর বিতর্ক নিয়ে হিংসায় কড়া বার্তা মমতার


Mamata Banerjee


নুপুর শর্মার মন্তব‍্য নিয়ে শুক্রবার থেকে উত্তাল হতে শুরু করেছে বাংলার একাধিক এলাকা। পয়গম্বর বিতর্কে ( Nupur Sharma's remarks on Prophet Muhammad) হাওড়ার পাঁচলা, সলপ এলাকায় তৈরি হয়েছে অশান্তি। দুদিন ধরে থামছে না অশান্তি।




অশান্তি রুখতে সোমবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সলপে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কোনওরকম জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। ডোমজুড়েও অশান্তির খবর পাওয়া গেছে। পয়গম্বর-বিতর্কে অশান্তি থামাতে আবেদন জানিয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়।




এদিন টুইট করে তাঁর বার্তা, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে, তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ