HS Result 2022 : উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ না হওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের

উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ না হওয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ তুফানগঞ্জে


ছাত্রী



উচ্চ মাধ্যমিকে (HS Result 2022)  উত্তীর্ণ  হতে না পারায় তুফানগঞ্জ-ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের। তারা প্রত্যেকেই তুফানগঞ্জ পৌরসভা লাগোয়া ইলাদেবী গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী (HS Result 2022)। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি এলাকায়। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।


উল্লেখ্য তুফানগঞ্জ ইলাদেবী গার্লস উচ্চ বিদ্যালয় (HS Result 2022) রাজ আমলের একটি ঐতিহ্য বাহী স্কুল। প্রতিবছর মাধ্যমিক উচ্চমাধ্যমিকে  (HS Result 2022) জেলা এমনকি রাজ্যেও জায়গা দখল করে। এবারে এই উচ্চ বিদ্যালয় থেকে ১০১ জন পরীক্ষা দেয় কিন্তু ৮০ জনই উত্তীর্ণ হতে পারেনি। কারণ জানতেই তুফানগঞ্জ পৌর সভার সামনে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বলে জানান ছাত্রছাত্রীরা।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক। এরপর ছাত্রীদের পক্ষ থেকে মহকুমা শাসককে স্বারক লিপি দেওয়া হয়। তিনি এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ