Primary TET Exam: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা হাইকোর্টে
স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) শিক্ষক নিয়োগ সহ মোট ৮টি মামলায় আদালতের নির্দেশে চলছে সিবিআই (CBI) তদন্ত, নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister) থেকে বর্তমান শিক্ষাপ্রতিমন্ত্রীর এর মাঝেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।
অভিযোগ প্রাথমিক শিক্ষকদের 2014 (Primary TET 2014) সালের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে। মামলাকারীদের অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল (Primary TET Exam), তাতে ৮৬ জন পরীক্ষার্থী পাশ না করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন।
মামলাকারীর আশঙ্কা সময় নষ্ট করলে লোপাট করা হতে পারে তথ্য-প্রমাণ। এর পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে রুজু হয় মামলা। আজ দুপুরে মামলার শুনানি থাকলেও শুনানির সময় বিচারপতি জানিয়ে দেন মামলায় পদ্ধতিগত ভুল থাকায় শুনানি হচ্ছে না পরবর্তী শুনানি বুধবার দুপুর আড়াইটায়।
সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের আটটি মামলায় হাইকোর্টের নির্দেশে চলছে সিবিআই তদন্ত। সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে বর্তমান শিক্ষামন্ত্রীকে। SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে। মন্ত্রী কন্যাকে ৪১ মাসের বেতনবাবদ পাওয়া টাকাও ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊