২৮ জুন থেকে ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধের নির্দেশ, ক্ষোভে ফুঁসছে জনগন
আমাদের রাজ্যে যখন দীর্ঘ গ্রীষ্মাবকাশের পর বিদ্যালয়গুলি খুলছে ঠিক সে সময় প্রতিবেশী দেশ বাংলাদেশে (Bangladesh) ২৮ জুন থেকে ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়গুলি (Primary School) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে গ্রীষ্মের ছুটি, ঈদের ছুটি, আষাঢ়ী পূর্ণিমার ছুটি একত্রে দেওয়া হয়েছে। অর্থাৎ ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় (Primary School) গুলিতে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ পাত্র চাই বিজ্ঞাপন : স্কুল শিক্ষক পাত্র বাদে উপযুক্ত পাত্র চাই, বিজ্ঞাপন ঘিরে তুমুল শোরগোল
তবে সে দেশের সাধারণ মানুষজন এই বন্ধের বিরুদ্ধে কথা বলছেন। তাঁদের বক্তব্য “২ বছর করোনার কারনে বিদ্যালয় বন্ধের (Primary School) কারনে পড়া লেখা সব শেষ। এমনিতেই বাচ্চাদের পড়তে বসানো যায়না। পড়া লেখায় মনোযোগ নেই। তার উপর এই ছুটি, ঐ ছুটি করে তো আরো ক্ষতিই হচ্ছে। পড়া লেখার আগের পরিবেশটা তো এখনো ফিরে আসেনি। আজব সব সিদ্ধান্ত।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊