পাত্র চাই বিজ্ঞাপন : স্কুল শিক্ষক পাত্র বাদে উপযুক্ত পাত্র চাই, বিজ্ঞাপন ঘিরে তুমুল শোরগোল স্যোসাল মিডিয়ায়
সম্প্রতি ২৬৯ জন প্রাথমিক শিক্ষক (primary teacher) এবং তার আগে আরো বেশ কয়েকজন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক (teacher) দুর্নীতির দায়ে চাকরী থেকে বরখাস্ত হয়েছে আদালতের নির্দেশে। রাজ্য বর্তমান সময়ে কার্যত সেই বিষয় নিয়েই উত্তাল । আর এই মুহূর্তে এক পাত্র চাই বিজ্ঞাপন ভাইরাল হলো।
আরও পড়ুনঃ Credit Card New Rules: ক্রেডিট কার্ডের Billing Cycle এ আমূল পরিবর্তন সহ একাধিক নয়া নিয়ম ১ জুলাই থেকে
ধূপগুড়িতে চাকরীরত এক পাত্রীর জন্য পাত্র চাই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন সরকারী চাকরি করা উপযুক্ত পাত্র চাই, কিন্তু বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে 'স্কুল শিক্ষক ব্যতিত' (teacher) পাত্র রাত্রি ৮ টা থেকে রাত্রি ১০ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
আর এই পাত্র চাই বিজ্ঞাপন স্যোসাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল। কেউ বলছেন 'এটাই আশঙ্কা করেছিলাম' তো কেউ বলছেন ' মাস্টারদের মার্কেট শেষ'। সবমিলিয়ে বর্তমানে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে পাত্র চাই বিজ্ঞাপন।
আরও পড়ুনঃ পাত্র চাই এর পাল্টা পাত্রী চাই বিজ্ঞাপন, এবার ভাইরাল - খাঁটি প্রাইমারি শিক্ষক, TET Pass, CBI Verified
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊