Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাত্র চাই বিজ্ঞাপন : স্কুল শিক্ষক পাত্র বাদে উপযুক্ত পাত্র চাই, বিজ্ঞাপন ঘিরে তুমুল শোরগোল

পাত্র চাই বিজ্ঞাপন : স্কুল শিক্ষক পাত্র বাদে উপযুক্ত পাত্র চাই, বিজ্ঞাপন ঘিরে তুমুল শোরগোল স্যোসাল মিডিয়ায়


wedding ceremony
ফাইল ছবি




সম্প্রতি ২৬৯ জন প্রাথমিক শিক্ষক (primary teacher) এবং তার আগে আরো বেশ কয়েকজন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক (teacher) দুর্নীতির দায়ে চাকরী থেকে বরখাস্ত হয়েছে আদালতের নির্দেশে। রাজ্য বর্তমান সময়ে কার্যত সেই বিষয় নিয়েই উত্তাল । আর এই মুহূর্তে এক পাত্র চাই বিজ্ঞাপন ভাইরাল হলো।




ধূপগুড়িতে চাকরীরত এক পাত্রীর জন্য পাত্র চাই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন সরকারী চাকরি করা উপযুক্ত পাত্র চাই, কিন্তু বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে 'স্কুল শিক্ষক ব্যতিত' (teacher)  পাত্র রাত্রি ৮ টা থেকে রাত্রি ১০ টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন।


পাত্র চাই বিজ্ঞাপন
স্যোসাল মিডিয়া থেকে সংগৃহীত 


আর এই পাত্র চাই বিজ্ঞাপন স্যোসাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল। কেউ বলছেন 'এটাই আশঙ্কা করেছিলাম' তো কেউ বলছেন ' মাস্টারদের মার্কেট শেষ'। সবমিলিয়ে বর্তমানে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে পাত্র চাই বিজ্ঞাপন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code